অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বা ব্যক্তির রাগ বা আচরণ নিয়ন্ত্রের কৌশল
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বা ব্যক্তির রাগ বা আচরণ নিয়ন্ত্রের কৌশল মোঃ মফিজুল ইসলাম 01841632861, 01712793662 rislam_26@yahoo.com, mofijul77@gmail.com কার্যকরী যোগাযোগ দক্ষতা এবং সংবেদনশীল বা সেনসরি সমস্যার সমস্যার কারণে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির মধ্যে নানা ধরনের হতাশা এবং ক্রোধের অনুভূতি হতে পারে। যা আমরা বাহ্যিকভাবে বুঝতে পারিনা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির মধ্যে হতাশা এবং ক্রোধের অনুভূতি দূর করার জন্য নি¤েœর পদ্ধতি বা উপায়গুলো অনুসরণ করলে এই সমস্যা থেকে তারা অনেকাংশ মুক্ত হতে পারবে ফলে তারা ইতিবাচক আচরণ করতে সক্ষম হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বা ব্যক্তির সাথে স্পষ্টভাবে যোগাযোগ করুনঃ যোগাযোগ বা ভাষাগত দক্ষতার অভাবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি নিজেকে বোঝাতে, তাদের কী বলা হচ্ছে তা বুঝতে এবং মুখের অভিব্যক্তি এবং শারীরিক ভাবভঙ্গি বা ভাষা বুঝতে অসুবিধা অনুভব করতে পারে। ফলে তাদের মধ্যে একধরণের হতাশা এবং উদ্বেগের কারণ সৃষ্টি হয় যার বহিঃপ্রকাশ ঘটে রাগ বা বিরক্তিকর আচরণের দ্বারা যেমন ভাঙ্গচুর, নিজেকে বা অন্যকে আঘাত ইত্যাদির মাধ্যমে। ছোট ছোট বাক্য ব্যবহ...