Posts

Showing posts from September, 2024

Neuro Developmental Disability Protection Trust

Image
Neuro Developmental Disability Protection trust গত ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইউসেপ প্রধান কার্যালয়ে দিনব্যাপী ঢাকা বিভাগীয় পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব ‍ ্যক্তির পিতামাতা /অভিভাবকদের ও বিভিন্ন বিদ ‍ ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদের জন ‍ ্য প্রশিক্ষণ প্রোগ্রাম এর আয়োজন করে। উক্ত প্রোগ্রামে MOONFLOWER AUTISM FOUNDATION এর Executive Director, Mofijul Islam একজন রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।   রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, অধ ‍ ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং অধ ‍ ্যাপক তাহমিনা আখতার (আমার নিজ ডিপার্টমেন্ট এর অধ ‍ ্যাপক), সমাজকল ‍ ্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। #autismtraining #autismawareness #autism #training #autismacceptance #everyonefollowers #autismawerness #Bangladesh #NDDPT