বাংলাদেশে বিশেষ শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

বাংলাদেশে বিশেষ শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ Mofijul Islam এক্সিকিউটিভ ডিরেক্টর, MOONFLOWER AUTISM FOUNDATION mofijul77@gmail.com mofijul@moonflower-autism.org 01841632861 (https://jamuna.tv/news/616183) বিশেষ শিক্ষা—এই শব্দ যুগলের সঙ্গে আমার আত্মিক বন্ধন বহু দিনের। কেবল পেশাগত দৃষ্টিকোণ থেকে নয়, বরং মননের গভীর থেকে উৎসারিত এক দায়বোধ, এক সমাজ-মানবিক প্রতিশ্রুতি থেকেই বিশেষ শিশুদের পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষা আমার মধ্যে জন্ম নিয়েছে। ২০০০ সালের শুরুর দিক থেকে আজ পর্যন্ত পেছনে তাকালে দেখতে পাই, কত আনন্দ-বেদনার পদচিহ্ন পড়ে আছে এই দীর্ঘপথে। এই লেখায় আমি সেইসব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরতে চাই, যাতে আমরা বুঝতে পারি—বাংলাদেশে বিশেষ শিক্ষার পথচলা কতটা গরিষ্ঠ, কতটা অসমাপ্ত এবং কতটা সম্ভাবনাময়। অতীত: আইন ছিল, প্রয়োগ ছিল না ২০০১ সাল। বাংলাদেশে প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণীত হয়। আইনটি ছিল এক আশাব্যঞ্জক সূচনা। অথচ সেই আশার বাস্তবায়নে দেখা যায় সীমাহীন ব্যর্থতা। আইন কাগজে-কলমে রইল, কিন্তু বাস্তবতায় তার ছায়াও পড়ল না। ২০০৭ সালে জাতিসংঘের UNCRPD চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে এক নতুন ...