Posts

Showing posts from July, 2017

অটিস্টিক শিশুর আচরণগত সমস্যা ও সমাধান

অটিস্টিক শিশুর আচরণগত সমস্যা ও সমাধান সাম্প্রতিক সময়ে অটিজম নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির ফলে কোন শিশুর অটিজম সনাক্ত হওয়ার সাথে সাথে পিতা মাতা বা relatives দের মধ্যে এই সমস্যা দ্রুত নিরসনে এক ধরনের অস্থিরতা কাজ করে থাকে। আর অভিভাবক প্রথমেই তার নানাধি আচরণের কথা বলে(যদিও অটিস্টিক শিশু তার জগতে স্বাভাবিক) তার সমাধান চান। কিন্তু প্রথমেই জানতে হবে আচরণের কারণ সমূহ। অটিস্টিক শিশুর আচরণের মূল কারণ যোগাযোগের সমস্যা, যা আমরা শুধু উপর থেকে লক্ষ্য করি, তাদের গভীরে প্রবেশ করতে পারিনা । আইসবার্গ দূর থেকে অল্প দেখায় কারণ পানির উপর এর সামান্য অংশ ভেসে থাকতে দেখা যায় বেশিরভাগই থাকে পানির নিচে। টাইটানিক আইসবার্গে আঘাত করে ধ্বংস হয়েছিল। অটিস্টিক শিশুদের জগৎ ঠিক আইসবার্গের মত। আমরা শুধু বাইরে থেকে তাদের কামড়, অস্থির, চঞ্চল, মাথায় আঘাত করে, অন্যকে আঘাত করে, থুথু দেয় এগুলো লক্ষ্য করি। কিন্তু তাদের নিজেদের জগতে প্রবেশ করতে পারিনা। প্রায় অর্ধেক অটিস্টিক শিশু কথা বলতে পারেনা, পারলেও ঠিকমত মনের ভাব প্রকাশ বা প্রশ্নের উত্তর দিতে পারেনা। আবার অনেক ক্ষেত্রে ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমেও যোগায

“অটিস্টিক শিশুদের সাথে যোগাযোগের কৌশল”

Image
একজন অভিভাবক বা শিক্ষককে অটিস্টিক শিশুর সামগ্রিক উন্নয়নে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরী তা হলো অটিস্টিক শিশুদের যোগাযোগের কৌশল। আমরা যারা স্বাভাবিক তারা কথা বলে, লিখে, আকার ইঙ্গিতে ইত্যাদি নানা উপায়ে অন্যের সাথে যোগাযোগ করে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম । কিন্ত অটিস্টিক শিশুরা তা পারেনা কারণ অটিজমের ৩ টি প্রধান সমস্যা হলঃ 1. মৌখিক ও অমৌখিক যোগাযোগে সমস্যা 2. সামাজিকতার সমস্যা 3. সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক আচরণ ও আগ্রহ এছাড়াও অটিস্টিক শিশুদের ভিতর রয়েছে পাঁচটি ইন্দ্রিয়ের সমস্যা। এই পাঁচটি ইন্দ্রিয়েই অটিস্টিক শিশুরা স্বাভাবিকের তুলনায় বেশী কিংবা কম সংবেদনশীল থাকে। এই সমস্যাগুলি সনাক্ত করতে পারলে তাদের সাথে যোগাযোগ প্রক্রিয়া সহজ হয়। অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রেই অটিস্টিক শিশুর কথা বলার উপর গুরুত্ব আরোপ করেন( শিশুটি হয়তো কোন শব্দ বলা শেখেনি) কিন্ত বাস্তবে যোগাযোগ করাটা কথার চাইতে বেশী শক্তিশালী এবং এর মাধ্যমেই তার আবেগ, অনুভূতির প্রকাশ ঘটায়। অভিভাবকে প্রথমেই জানতে হবে সে (আপনার শিশু) কি কি পছন্দ করে, তাহলেই অভিভাবক জানতে সক্ষম হবে কোন কোন জিনিষ ত