General Meeting

A general meeting of Moonflower Autism Foundation was held on 10 June, 2023 at Moonflower Autism Foundation's office premises.

Mr. Syed Hasan Nur Islam,  Councilor, Ward-32, Dhaka North City Corporation was present as a guest of honor along with other guests. The meeting was presided over by Mr. Naquib KhanChairman of the foundation.

Dr. Shiraji Munira Choudhury, Secretary, Professor Dr.A.K.M. Moniruzzaman, Joint Secretary, Syeda Shamima Akther, Treasurer , Marzina Yasmine, Mr. Md. Aminul Islam Khan, Hasina Parvin Khan Executive members, Mr. Md Abul Mansur (immediate past secretary, Ministry of Culture ), Mr. Md Showkat Ali(Additional Secretary, Ministry of Housing and Public Works) and other general members participated in the meeting. Mr. Mofijul Islam, Executive Director was present the meeting as an observer.

The members urged the community and other generous individuals to come forward towards the benefits of the individuals with autism. The members of the foundation are playing a significant role towards the benefits of the individuals with autism since 2000.






                                                                   
অতি সম্প্রতি (১০ জুন, ২০২৩) মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের  সাধারণ সভা   মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণে (২০/২৮, বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকায় ) অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন কাউন্সিলর, ওয়ার্ড-৩২, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নকীব খান।


ডাঃ সিরাজী মুনিরা চৌধুরী, সচিব, অধ্যাপক ড. এ.কে.এম. মনিরুজ্জামান, যুগ্ম সচিব, সৈয়দা শামীমা আক্তার, কোষাধ্যক্ষ, মারজিনা ইয়াসমিন, জনাব মোঃ আমিনুল ইসলাম খান, হাসিনা পারভিন খান- কার্যনির্বাহী সদস্য, জনাব মোঃ আবুল মনসুর (সচিব  (অবঃ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), জনাব মোঃ শওকত আলী (অতিরিক্ত সচিব)  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন । সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এক্সকিউটিভ ডাইরেক্টর জনাব মফিজুল ইসলাম।

সভায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ  ও পুনর্বাসনে সমাজের বিত্তশালী,  মহানুভব ও হৃদয়বান ব‍্যক্তি ও  প্রতিষ্ঠানকে  এগিয়ে আসার জন্য উদাত্ত   আহ্বান জানানো হয় ।

ফাউন্ডেশনের সদস্যরা ২০০০ সাল থেকেই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের উন্নয়নের জন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।











Comments

Popular posts from this blog

MOONFLOWER AUTISM FOUNDATION

Neuro Developmental Disability Protection Trust এর প্রকল্প সহায়তায় সারা বাংলাদেশে বিশেষ শিশুর অভিভাবক ও শিক্ষকদের জন‍্য প্রশিক্ষণ কার্যক্রম

Founders of Moonflower Autism