Neuro Developmental Disability Protection Trust এর প্রকল্প সহায়তায় সারা বাংলাদেশে বিশেষ শিশুর অভিভাবক ও শিক্ষকদের জন‍্য প্রশিক্ষণ কার্যক্রম

 

Neuro Developmental Disability Protection Trust এর প্রকল্প সহায়তায় সারা বাংলাদেশে বিশেষ শিশুর অভিভাবক ও শিক্ষকদের জন‍্য প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। পূর্বেই নিবন্ধীকৃত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এই প্রশিক্ষণগুলোতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।


আজ(17 May, 2024) বিভিন্ন বিদ‍্যালয় থেকে আগত বিশেষ শিক্ষকবৃন্দ ও ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবকবৃন্দের জন‍্য দুটি সেশন রিসোর্স পার্সন হিসেবে পরিচালনা করার সুযোগ হয়েছে।♥
#moonflowerautismfoundation #autismawareness #autism #autismschool #SpecialEducation #autismacceptance #autismbd #WorldAutismAwarenessDay #teachertraining #parentstraining



Comments

Popular posts from this blog

MOONFLOWER AUTISM FOUNDATION

Founders of Moonflower Autism