Moonflower Autism Foundation এর ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান
Moonflower Autism Foundation এর ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান
মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন গত ৬ জুলাই, ২০২৪ তারিখ কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় যাদুঘর, শাহবাগ, ঢাকায় অটিজম বিষয়ক এক আলোচনা সভা, ম্যাগাজিন প্রকাশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম সেখ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল মনসুর, সদ্য বিদায়ী সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের প্রতিভার উপযুক্ত মূল্যায়ন ও পুনবার্সন করার জন্য তাদের আত্মনির্ভরশীল দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের মত প্রতিষ্ঠানের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা, সচিব ডাঃ সিরাজী মুনিরা চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আক্তার, যুগ্মসচিব প্রফেসর ড. এ. কে এম মনিরুজ্জামান, উপদেষ্টা জনাব রাফাত ফারুক, কার্যনির্বাহী সদস্য মর্জিনা ইয়াসমিন, হাসিনা পারভীন খান, জনাব মুহাম্মদ ইমরুল কবীর,আমিনুল ইসলাম খান, এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মোঃ মফিজুল ইসলাম ও অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নকীব খান।
সভায় অতিথিবৃন্দ মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের বিশেষ স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । ছাত্রদের অসাধারণ পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের সাথে যুক্ত সদস্যবৃন্দ ২০০০ সাল থেকে বাংলাদেশে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যাক্তিদের শিক্ষা ও পুনবার্সনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন।
Comments
Post a Comment