ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের "Advanced Course on Disability, Autism, and Inclusive Education" এর ট্রেনিং

 21 December 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের "Advanced Course on Disability, Autism, and Inclusive Education" এর ট্রেনিং


আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে "Advanced Course on Disability, Autism, and Inclusive Education" এর উপর প্রশিক্ষণ প্রদান করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই কোর্সটি শিক্ষা ক্ষেত্রের আধুনিক দৃষ্টিকোণ থেকে প্রতিবন্ধিতা, অটিজম এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলা করা শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ, সহনশীলতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আজকের সেশনটি ছিল অত্যন্ত ফলপ্রসূ।
ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটকে আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেয়ার জন্য এবং অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতার জন্য। আশা করছি, এই প্রশিক্ষণটি আমাদের সকলের কাজে আসবে এবং আগামী দিনে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

Comments

Popular posts from this blog

MOONFLOWER AUTISM FOUNDATION

Neuro Developmental Disability Protection Trust এর প্রকল্প সহায়তায় সারা বাংলাদেশে বিশেষ শিশুর অভিভাবক ও শিক্ষকদের জন‍্য প্রশিক্ষণ কার্যক্রম

Founders of Moonflower Autism